শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শেয়ারবাজারে ৯০০ কোটি টাকার ওপর লেনদেন

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা নয় দিন প্রধান মূল্যসূচক বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন বেড়ে হাজার কোটির কাছাকাছি পৌঁছেছে। ঈদের পর চতুর্থ দিন ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে। এর মাধ্যমে ঈদের পর এখন পর্যন্ত লেনদেন হওয়া চার কার্যদিবসেই মূল্যসূচক বাড়ল। ঈদের আগে ও পরে মিলে টানা নয় কার্যদিবস মূল্যসূচক বাড়ল। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬২টির এবং ২১০টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট বেড়ে ৬২৭৪ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২০২ কোটি ৩৬ লাখ টাকা। গত বছরের ৯ নভেম্বরের পর সর্বোচ্চ লেনদেন হয়েছে।

লেনদেনে ডিএসইতে শীর্ষ কোম্পানি ছিল জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ৪৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের ৪৪ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫৭ প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৫টির এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকা।

সর্বশেষ খবর