শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাইপলাইনে বড় লিকেজ, রূপগঞ্জে গ্যাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের পাইপলাইনে বড় ধরনের লিকেজের ঘটনায় গ্যাস সরবরাহ গতকাল সকাল থেকে বন্ধ রেখেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে গ্যাসসংকটে এসব এলাকার সব শিল্প-কারখানা বন্ধ রয়েছে। দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার আবাসিক গ্রাহকরাও।

তিতাস সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে এই লিকেজ দেখা দেয়। গতকাল সকালে পাইপালাইনে লিকেজটি শনাক্ত করে গ্যাস দরবরাহ বন্ধ করা হয়। মেরামতের জন্য সকাল থেকে তিতাসের কর্মীরা কাজ করছেন। রূপগঞ্জে বিপুলসংখ্যক শিল্প-কারখানা থাকায় রাতের মধ্যে পাইপলাইন মেরামতের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। রূপগঞ্জে গ্যাস বিতরণের দায়িত্বে রয়েছে তিতাসের সোনারগাঁ আঞ্চলিক অফিস। এই অফিসে কর্মরত তিতাসের মেকানিক খইয়াম ব্যাপারী লিকেজ বন্ধে কাজ করছেন। গতকাল সন্ধ্যায় তিনি বলেন ‘বড় ধরনের লিকেজ হওয়ায় সকাল থেকে চেষ্টা চালিয়েও এখনো লিকেজ বন্ধ করা যায়নি। দুর্ঘটনা এড়াতে রূপগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ মেরামতকাজ শেষ না হবে, ততক্ষণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’ তিনি বলেন, ‘১২ ফুট নিচে পাইপলাইনে লিকেজ হওয়ায় ভেকু মেশিনের মাধ্যমে মাটি খনন করা হচ্ছে। বৃষ্টির কারণে খনন করা জায়গায় পানি জমে কাজে ব্যাঘাত ঘটছে। তবে এই এলাকায় শিল্প-কারখানা থাকায় আমরা রাতের মধ্যেই পাইপলাইন মেরামতকাজ শেষ করার সর্বাত্মক চেষ্টা করছি।’

 

সর্বশেষ খবর