রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বৃদ্ধ মা-বাবাকে রাস্তায় ফেলে যাওয়া দন্ডনীয় অপরাধ : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বৃদ্ধ মা-বাবাকে রাস্তায় ফেলে যাওয়া দন্ডনীয় অপরাধ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বৃদ্ধ মা-বাবার যত্ন নেওয়া সন্তানের সামাজিক ও আইনগত দায়িত্ব। অসহায় কিংবা অসুস্থ মা-বাবার ভরণ-পোষণ না দেওয়া বা তাদের রাস্তায় ফেলে যাওয়া দন্ডনীয় অপরাধ। মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ পরিদর্শনকালে গতকাল তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য যারা ঠিকঠাক পালন করে না, আইনানুযায়ী তারা গুরুতর অপরাধ করছে। এ অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের সরকার এ বিষয়ে আইন প্রণয়ন করেছে। তথ্যমন্ত্রী ওই বৃদ্ধাশ্রমে তার উপজেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাবেক শিক্ষক সেলিম মাস্টারের পাশে কিছু সময় কাটান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন সেলিম মাস্টারের সন্তানদের খুঁজে বের করতে। তথ্যমন্ত্রীর আন্তরিক ব্যবহারে আবেগাপ্লুত সেলিম মাস্টার বলেন, আগামী নির্বাচনে এলাকায় গিয়ে হাছান মাহমুদের নির্বাচনী প্রচারে অংশ নেবেন তিনি। তথ্যমন্ত্রী বৃদ্ধাশ্রমের অন্য বাসিন্দাদেরও খোঁজ নেন। তাদের হাতে তুলে দেন উপহারসামগ্রী। পরে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে আর্থিক সহায়তার একটি চেক প্রদান করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর