সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

৯ দিন পর দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

৯ দিন পর দরপতন শেয়ারবাজারে

টানা ৯ দিন ঊর্ধ্বমুখী থাকার পর    শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকয়টি মূল্যসূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঈদের আগে ও পরে মিলিয়ে টানা ৯ কার্যদিবস মূল্যসূচক বাড়ে। একই সঙ্গে বাড়ে লেনদেনের গতি। এর মধ্যে বৃহস্পতিবার শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন হয়। এর পরেই  শেয়ারবাজারে এই দরপতন দেখা গেল। দিনের  লেনদেন শেষে ডিএসইতে ৪৪টি প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ২০০টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার তালিকায় থাকা ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম সর্বোচ্চ পরিমাণ কমেছে। এর মধ্যে ১৪টির দাম কমে  ফ্লোরে এসে ঠেকেছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে। দিনভর ডিএসইতে  লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৬৭ কোটি ৬৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৭৪ কোটি ৫৪ লাখ টাকা। টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনিক  হোটেলের। কোম্পানিটির ৫৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন হয়েছে ৪২  কোটি ৮২ লাখ টাকার। ২৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমরা নেটওয়ার্ক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৪ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন অংশ নেওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ১১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।  লেনদেন হয়েছে ৬ কোটি ৬১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর