সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

প্রশিক্ষিত শ্রমিক তৈরি করতে হবে : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রশিক্ষিত শ্রমিক তৈরি করতে হবে : রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, আসন্ন চতুর্থ শিল্পবিপ্লব মাথায় রেখে যোগ্য প্রশিক্ষিত শ্রমিক তৈরি করতে হবে। না হলে বেকারত্ব ভয়াবহ রূপ নেবে। মে দিবস উপলক্ষে গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতি বছর শুধু পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অথবা সভা করলেই হবে না, শ্রমিকদের অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে। এবারের মে দিবস হোক শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার। তিনি বলেন, আমাদের স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও মেহনতি শ্রমজীবী মানুষদের পরিপূর্ণ অর্থনৈতিক মুক্তি আসেনি। শ্রমজীবী মানুষদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর