সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে মৃদু ভূকম্পন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম প্রদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মাওলাইক এলাকার দক্ষিণ-পশ্চিম কোণে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, চট্টগ্রাম ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্পন অনুভূত হয়। তবে এর স্থায়িত্বকাল সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঢাকা, চট্টগ্রাম ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর