বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং গুজব ছড়ানোর অভিযোগে হিমেল মুস্তাকিম নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়। গতকাল তাকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সাইবার ইন্টিলিজেন্স ইউনিটের এসআই আসাদুজ্জামান। এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সুলতান সোহাগ উদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডি সূত্র জানায়, সোমবার রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে সিআইডির একটি টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ওই যুবকের বিরুদ্ধে করা মামলার এজাহারে বলা হয়- তিনি এসএসসি ব্যাচ ২০২৩ নামে একটি ফেসবুক গ্রুপে পোস্ট দেন যে, তার কাছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর