বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সবার সুরক্ষার জন্য, তবে এর অপপ্রয়োগ বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, আগের তুলনায় অপপ্রয়োগ কমেছে, এই অপপ্রয়োগকে শূন্যের কোঠায় আনতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর সম্পাদক সাইফুল আলম, সমকাল সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া প্রমুখ। তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একজন সাংবাদিক, গৃহিণীকে, চাকরিজীবীকে নিরাপত্তা দেওয়ার জন্য। তবে অবশ্যই এই আইনের অপপ্রয়োগ বন্ধ হওয়া প্রয়োজন। কারণে-অকারণে মামলা ঠুকে দেওয়া, হয়রানি করা অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। এ ব্যাপারে  আমি একমত। তবে এ আইনও প্রয়োজন। ডিজিটাল নিরাপত্তা আইন থেকে সাংবাদিকদের বাদ দেওয়া সমীচীন হবে না উল্লেখ করে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে হলে অনুমতি নিতে হবে, আমি ব্যক্তিগতভাবে এর বিরুদ্ধে। সুতরাং, কোনো একটি গোষ্ঠীকে কোনো একটি আইন থেকে বাদ দেওয়া সমীচীন নয়। প্রেস কাউন্সিলের তিরস্কার করা ছাড়া কোনো ক্ষমতা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঁচ টাকাও জরিমানা করার ক্ষমতা প্রেস কাউন্সিলের নেই। প্রেস কাউন্সিলের যারা সদস্য তারা এটিকে আরেকটু ক্ষমতাবান করার জন্য প্রস্তাব দিয়েছেন। ১০ লাখ টাকা জরিমানা করার ক্ষমতা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ৫ লাখ টাকা বলেছি। তবে এখনো আইনি পাস হয়নি। সভাপতির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, অনেক দিন ধরে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের জন্য বলছি। এর জন্য মূলধারার সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে। সাংবাদিকরা হয়রানি শিকার হচ্ছেন। মূলধারার সাংবাদিকদের এই আইনের বাইরে রাখা হলে আইনটির অপপ্রয়োগ হবে না। যুগান্তর সম্পাদক সাইফুল আলম বলেন, গণমাধ্যমের সমস্যা এখন ভিতরে-বাইরে। স্বাধীন গণমাধ্যম না থাকলে মুক্তচিন্তার ফসল পাঠকের কাছে পৌঁছবে না। সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল বলেন, আমাদের সব অধিকার নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতার ওপর। অসত্য তথ্য প্রবাহের কারণে সত্য আজ হুমকির মুখে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ আজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর