বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা

পাঁচ মামলায় মামুনুলের জামিন

নিজস্ব প্রতিবেদক

পৃথক পাঁচ মামলায় জামিন পেলেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। তার জামিন প্রশ্নে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল এ রায় দেন। ঢাকার পল্টন মডেল থানায় করা চারটি ও চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি মামলায় জামিন চেয়ে গত বছর হাই কোর্টে আবেদন করেছিলেন তিনি। মামুনুল হকের বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে। পাঁচ মামলায় জামিনের মধ্য দিয়ে ১৮টি মামলায় তিনি জামিন পেলেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা ফারাহ হেলাল।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে একটি রুমে কথিত স্ত্রীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদরাসার ছাত্ররা মামুনুল ও তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেন। ওই ঘটনার ১৫ দিন পর ২০২১ সালের ১৮ এপ্রিল মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর