শিরোনাম
শনিবার, ৬ মে, ২০২৩ ০০:০০ টা

সিলেটে নতুন সীমান্ত হাটের উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ভোলাগঞ্জে নতুন সীমান্ত হাটের উদ্বোধন হতে যাচ্ছে আজ। সকাল ১০টায় এই হাটের ক্রয়-বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারত ‘বর্ডার হাট’ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। সূত্র জানায়, ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। হাটে ভারতের ২৬টি ও বাংলাদেশের ২৪টি স্টল থাকবে। হাটের মধ্যে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা পণ্য ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন। ইতোমধ্যে আবেদনকারী বিক্রেতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২৪ জন বিক্রেতা বাছাই করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য আবেদনকারী বিক্রেতাদের লটারির মাধ্যমে সুযোগ দেওয়া হবে। আবেদনকারী ক্রেতাদের মধ্যে বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিলেটের স্বাক্ষরে কার্ড বিতরণ করা হয়েছে। এই হাট থেকে একজন ক্রেতা এক দিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান বাংলাদেশি টাকায় পণ্য ক্রয় করতে পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০ টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। ওই টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর