সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা

রামেক হাসপাতালে বাড়ছে শয্যা, কমবে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রামেক হাসপাতালে বাড়ছে শয্যা, কমবে ভোগান্তি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শয্যা আর জনবল সংকট কাটছে। নতুন করে হাসপাতালটিতে যুক্ত হচ্ছে ১ হাজার ২০০ শয্যা। এতে আগের ১ হাজার ২০০ মিলে হাসপাতালটিতে মোট শয্যা সংখ্যা হচ্ছে ২ হাজার ৪০০। সংশ্লিষ্টরা বলছেন, শয্যা আর জনবল সংকট কাটলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হবে উত্তরের সবচেয়ে বড় এ হাসপাতালটিতে। হাসপাতালটিতে ১ হাজার ২০০ শয্যা বাড়লে রোগীদের মেঝেতে থাকার সমস্যার অনেকটাই সমাধান হবে। ওয়ার্ডগুলোয় অতিরিক্ত রোগীর চাপ কমবে ভিন্ন ভিন্ন ওয়ার্ড হওয়ার কারণে। একই সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্সসহ অন্য জনবল বাড়বে। এতে চিকিৎসকরা বেশি সময় নিয়ে রোগীদের চিকিৎসা দিতে পারবেন। একই সঙ্গে ভোগান্তি কমবে চিকিৎসাসেবা প্রত্যাশীদের।  সংশ্লিষ্টরা বলছেন, রামেক হাসপাতালের শয্যা ৫৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২০০। ওয়ার্ড প্রায় দ্বিগুণ হয়েছে। সেই অনুপাতে জনবল বাড়েনি। ফলে হিমশিম অবস্থায় ধারণক্ষমতার দ্বিগুণ রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর-ইনডোর প্যাথলজি, ব্লাড ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি ছাড়াও টিকিট কাউন্টার ছয়টি থেকে ১৫টিতে উন্নীত করা হয়েছে। এতে রোগীদের ভোগান্তির সঙ্গে সঙ্গে কমেছে অপেক্ষার সময়কালও। জানা গেছে, হাসপাতালের কিছু কাজ চলমান ও শেষ পর্যায়ে। তার মধ্যে হাপাতালের জরুরি ও ক্যাজুয়ালিটির সক্ষমতা বৃদ্ধি, মডার্ন মরচ্যুয়ারি, গাইনি আউটডোর, দর্শনার্থী গোসলখানার সঙ্গে টয়লেট (দুটি নারী, দুটি পুরুষ) ৪০ শয্যাবিশিষ্ট আইসিইউ, বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবন দোতলা আছে, যা ছয় তলা করা হচ্ছে, হাসপাতালের সৌন্দর্যবর্ধন, ১০ তলাবিশিষ্ট ক্যান্সার, কিডনি, হৃদরোগ ডিপার্টমেন্ট, রেডিওলজি এক্সটেনশন, বিদ্যুৎ সাব স্টেশন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য অ্যাপ্রন ড্রেন। তিন তলাবিশিষ্ট গাইনি ওটি। রামেক হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুফিয়া খাতুন বলেন, শয্যা বাড়লে অনেক সুবিধা বাড়বে। চিকিৎসক বাড়বে, নার্স বাড়বে, চতুর্থ শ্রেণির কর্মচারী বাড়বে। সেবার মান বাড়বে। সবচেয়ে বেশি সুবিধা পাবেন রোগীরা। তাদের আরও ভালো চিকিৎসাসেবা নিশ্চিত হবে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, শয্যা বাড়লে অনেক ভালো হবে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘ সম্ভবত ১ হাজার ২০০ শয্যা বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর