বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা
৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

মিথ্যা ঘোষণা দিয়ে পেনসিল ব্যাটারি ও তালা আমদানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে আমদানি করা ১৭ লাখ পিস পেনসিল ব্যাটারি ও ১৮ মে. টন তালা জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। মিথ্যা ঘোষণা দিয়ে জালিয়াতির মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান ‘হেনস ট্রেড ইন্টারন্যাশনাল’ প্রায় ৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করে। বিষয়টি নজরে আসার পর আমদানি করা পণ্যগুলো জব্দ করে কাস্টমস। গতকাল বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টমস হাউস। চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর শাখা) মো. সাইফুল হক বলেন, ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে পেন্সিল ব্যাটারি ও তালা আনা হয়। জালিয়াতির মাধ্যমে প্রায় ৫ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়। আমদানিকারকের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির ও মানি লন্ডারিং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, চালানটি নিয়ে ৫ মে বন্দরে আসে ‘সাওয়াসদি আটলান্টিক’ নামের জাহাজ। খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ফকিরহাট এলাকার সিঅ্যান্ডএফ এজেন্ট শামীম এন্টারপ্রাইজ। সন্দেহজনক মনে হওয়ায় ৮ মে বন্দরের এনসিটি ইয়ার্ডে আমদানিকারকের তিনটি কনটেইনার খুলে পরীক্ষা করা হয়। ক্যালসিয়াম কার্বনেট ভর্তি ২২টি বড় ব্যাগ পাওয়া যায়।  ব্যাগগুলো কেটে ১৭ লাখ পিস পেন্সিল ব্যাটারি ও ১৮ মেট্রিক টন তালা পাওয়া যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর