বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি উবারচালকের মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের হামলায় আরিফুল হক জেমস (৩১) নামে এক বাংলাদেশি উবারচালক নিহত হয়েছেন। নিহত আরিফুল পেনসিলভেনিয়া ট্রাই-কাউন্টি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজার বড় ছেলে। শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা যান। চিকিৎসকরা জানান, জেমসের মাথায় গুরুতর আঘাত ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি। এ নিয়ে কমিউনিটিতে ক্ষোভের সঞ্চার হয়েছে। জেমসের বাবার বাড়ি রংপুরে। কয়েক মাস আগে রংপুরে গিয়ে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন জেমস। পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের জানান, বাবার সংসারে সহযোগিতার জন্য জেমস উবার চালাতেন। শুক্রবার উবার চালানো অবস্থায়ই দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। ময়নাতদন্ত শেষে লাশ জেমসের বাবার কাছে হস্তান্তরের কথা। সে সময় তার মৃত্যুর কারণ বিস্তারিত জানা যাবে। এদিকে জেমস হত্যার রহস্য উদঘাটন এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন পেনসিলভেনিয়ায় কর্মরত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারদের সংগঠন ‘বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়া’র (বিটিএসপি) নেতা আজম মাহবুবুর রহমান, মনসুর আলী মিঠু, মোহাম্মদ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবু তাহেরসহ কমিউনিটির নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর