বুধবার, ১০ মে, ২০২৩ ০০:০০ টা

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৫৭টির এবং ২০৯টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা চারটি প্রতিষ্ঠানের শেয়ার দাম দিনের সর্বোচ্চ পরিমাণ বেড়েছে। ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭৩ পয়েন্টে অবস্থান করছে। মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩১ কোটি ২৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৭৫৯ কোটি ৫১ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭১ কোটি ৭৬ লাখ টাকা। টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৫৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৩২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে অগ্নিসিস্টেম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ২৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। দাম কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির দাম। লেনদেন হয়েছে ১৬ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১০ কোটি ১০ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর