শনিবার, ১৩ মে, ২০২৩ ০০:০০ টা
চাঁদাবাজি নিয়ে বিরোধ

রূপগঞ্জে দুই গ্রুপে সংঘর্ষ গোলাগুলি, আহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাসুম বিল্লাহ (২৬) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন ও মো. জুবায়ের (২৪) নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। জানা গেছে, গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচরা এলাকার বাসিন্দা। ঘটনার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মাসুম বিল্লাহ নামে একজনের শরীরের নিম্নাংশে গুলি লেগেছে। জোবায়ের নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। মাসুম বিল্লাহর শরীর থেকে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। বর্তমানে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘমোচরার মাসুম বিল্লাহর বিরুদ্ধে ১০টির বেশি মামলা আছে। অন্যদিকে গোলাকান্দাইল নতুন বাজার এলাকার রাজনের বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের আলাদা দুটি গ্রুপ রয়েছে। দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। গোলাকান্দাইল, নতুন বাজার, ভুলতা, বাঘমোচরাসহ আশপাশ এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যাসহ নানা অপরাধের সঙ্গে জড়িত দুটি গ্রুপই। জানা গেছে, রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেফতার করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর