শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

পাওনাদারের ঘরে দেনাদারের লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোকামিপাড়া গ্রামের মুহাম্মদ ইউনুসের বাড়ি থেকে কাজী দিদারুল আলম (৫৫) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে একটি কক্ষের খাটে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। কাজী দিদারুল আলম মোকামিপাড়া গ্রামের বাসিন্দা শামসুল আলমের ছেলে। পরিবারে তার স্ত্রী ও ছেলে আছে। এক সময় তিনি কাতার প্রবাসী ছিলেন। ঘটনায় মঙ্গলবার রাতে দিদারের ছেলে মিনহাজ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে রাউজান থানায় একটি মামলা করেন। ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অভিযোগ উঠেছে, দিদারুল আলমের কাছে স্থানীয় মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ ইদ্রিস নামে দুজন ৮ থেকে ১০ লাখ টাকা দাবি করে ২০২১ সালে কয়েকটি চেক প্রতারণা মামলা করেন। এর পরই তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছাড়েন। প্রায় তিন বছর ধরে তিনি চট্টগ্রাম শহরে থাকছেন। গত শুক্রবার রাতে ইউনুস ও  ইদ্রিস দিদারকে ধরে এনে ইউনুসের বাড়িতে আটকে রাখেন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনুসের পাকা বাড়ির একটি কক্ষের খাট থেকে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় দিদারের লাশ উদ্ধার করা হয়। 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর