শিরোনাম
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ০০:০০ টা

শেখ হাসিনা এখন মাথা উঁচু করে কথা বলতে পারেন : কাদের

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা এখন মাথা উঁচু করে কথা বলতে পারেন : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভয় পান না। এখন ভয় পাওয়ার দিন নয়। বাংলাদেশ আত্মশক্তিতে এমন বলীয়ন যে এখন শেখ হাসিনা মাথা উঁচু করে কথা বলতে পারেন। তিনি জানেন, ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে। তিনি ভয় পান না কারণ তাঁর শক্তির উৎস বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের লাখ লাখ কর্মী জীবন দেবে তবু মুক্তিযুদ্ধ কারও হাতে তুলে দেবে না। জয় বাংলার সম্মান-মর্যাদা ও বাংলাদেশকে রক্ষা করবে। গতকাল বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগরী উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের নেত্রীকে একে একে একুশবার হত্যার অপচেষ্টা হয়েছে। মৃত্যুঞ্জয়ী জননেত্রী শেখ হাসিনা মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসেছেন। তিনি বিচলিত হন নাই, থমকে যান নাই। বরং আরও দৃপ্তপদভারে বাংলাদেশের মানুষের সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর