শিরোনাম
রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

নেতা-কর্মীদের গণহারে আটকের অভিযোগ

যশোরে বিএনপির সমাবেশ ২৭ মে

নিজস্ব প্রতিবেদক, যশোর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ মে যশোরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা রয়েছে। কিন্তু সমাবেশের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই যশোর সদরসহ জেলার বিভিন্ন প্রান্তে দলীয় নেতা-কর্মীদের গণগ্রেফতার শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। গতকাল দুপুরে যশোর প্রেস ক্লাবে এক প্রেসব্রিফিংয়ে তিনি বলেন, গত তিন দিনে জেলার বিভিন্ন স্থান থেকে ১২০ জন দলীয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আসার সময়ও আরও ৮-১০ জনকে আটকের খবর পেয়েছেন তিনি। সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ২৭ তারিখের সমাবেশের জন্য প্রশাসনের কাছে দুটি জায়গার কথা উল্লেখ করে যে কোনো একটিতে সমাবেশ করার অনুমতি দেওয়ার দাবি করা হয়েছে।

এর পর থেকেই গণগ্রেফতার শুরু হয়। তিনি অবিলম্বে গণগ্রেফতার বন্ধের দাবি জানান। একই সঙ্গে জনগণের জন্য জনগণের পক্ষে বিএনপির যে নিয়মতান্ত্রিক লড়াই সংগ্রাম তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর