মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

আট দফা দাবি পূরণ না হলে সব মাদরাসা বন্ধ করে আন্দোলন করবেন শিক্ষকরা। একই সঙ্গে মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা। গতকাল আট দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট পালনকালে এসব কথা বলেন আন্দোলনরত শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ঐক্যজোটের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদি বলেন, আমাদের দাবি পূরণ না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমরা সব শিক্ষকরা মাঠে আন্দোলন করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।আন্দোলনরত শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে- রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা প্রাইমারি স্কুলের মতো জাতীয়করণ করতে হবে, প্রাইমারি শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা দিতে হবে, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদরাসাগুলোকে অবিলম্বে কোড নম্বরের অন্তর্ভুক্ত করতে হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর