শিরোনাম
বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা
পিবিআইর প্রতিবেদন

বন্দর কর্মকর্তার বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির সত্যতা মিলেছে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের বিরুদ্ধে দাফতরিক চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নম্বর-৬ এ মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের বিরুদ্ধে তদন্ত শেষে পিবিআই পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন।

পিবিআই জানায়, বিগত ২০২১ সালে মোংলা বন্দর থেকে বিভিন্ন দফতরে মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি ট্রাফিক ম্যানেজার মো. সোহাগের স্বাক্ষরিত অন্তত ৮টি চিঠিতে বঙ্গবন্ধুর ছবি সংবলিত লোগো কলম দিয়ে কেটে পাঠানো হয়। মোংলা বন্দরের চিঠিতে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ এনে গত বছরের ৪ সেপ্টেম্বর বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন রামপাল উপজেলা তাঁতী লীগের সভাপতি নাজমুল হাসান শেখ। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে ওই বছরের ৩১ ডিসেম্বর পিবিআই বাগেরহাটের পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন মামলাটি তদন্ত শুরু করেন।

বাদীপক্ষের আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা জানান, ‘মামলার তদন্তকারী সংস্থা পিবিআই অভিযোগের সত্যতা পেয়েছেন। ধার্য্য তারিখে আদালত পরবর্তী নির্দেশনা দেবেন। আশা করি আমরা ন্যায় বিচার পাব।’

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর