বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

ঢাবির চার ছাত্রকে হল ছাড়া করার অভিযোগ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের চার শিক্ষার্থীকে মারধর করে জোরপূর্বক মুচলেকা নিয়ে হল থেকে বের দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, মঙ্গলবার বিকালে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের কক্ষে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা নিয়ে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে মুচলেকা দেওয়ার শর্তে তাদের হল থেকে বের করে দেওয়া হয়। এ ব্যাপারে হলের সিনিয়র হাউস টিউটর শহীদ কাজীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র আলম বাদশা, একই বিভাগের লুতফর রহমান, আরবি বিভাগের আশিকুর রহমান ও মনোবিজ্ঞান বিভাগের ছাত্র আল আমিন তাদের ওপর নির্যাতনের তথ্য জানান।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সিয়াম রহমান বলেছেন, ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা স্বেচ্ছায় মুচলেকা দিয়ে হল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর