বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা
তথ্য কমিশনে কর্মশালা

ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য অধিকারের সঙ্গে সাংঘর্ষিক নয়

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ৩ ধারায় সংযুক্ত শর্ত অনুযায়ী তথ্য অধিকার আইনের বিধানাবলি কার্যকর থাকবে। সাংবাদিকতার ক্ষেত্রে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের বিপরীতে তথ্য অধিকার আইন রক্ষাকবচ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন মিলনায়তনে ‘তথ্য অধিকারে গণমাধ্যম ও অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেকের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। সঞ্চালনা করেন তথ্য কমিশনের সচিব ড. মো. আ. হাকিম। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বর্তমান সরকারের ভালো কাজের মধ্যে অন্যতম হলো এ তথ্য অধিকার আইন। সরকার জনগণের সুবিধার জন্য এ আইন তৈরি করেছে। এর সুবিধা আমাদের নিতে হবে। এ আইনের আওতায় তথ্য পাওয়ার সময় আরও কমিয়ে আনতে হবে। তথ্য চাওয়া মাত্রই দেওয়া যায় কি না সে বিষয়ে চিন্তা করতে হবে।  তিনি বলেন, আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। সে স্বাধীনতা দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করতে হবে। কর্মশালায় প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেন, বিশুদ্ধ তথ্য সংবলিত গভীরতর অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে তথ্য অধিকার আইন অত্যন্ত কার্যকর। তথ্য অধিকার আইনের প্রয়োগ বাড়াতে সাংবাদিকদের অভিজ্ঞতা, জ্ঞান ও মতামত আহ্বান করেন প্রধান তথ্য কমিশনার।

 

সর্বশেষ খবর