বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

সাংবাদিকদের বাধা দেওয়া উচিত না

ক্র্যাব নেতাদের সঙ্গে আইজিপি

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের বাধা দেওয়া উচিত না

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘পুলিশের সোর্স অব ইনফরমেশন হলো সাংবাদিক আর সাংবাদিকদের জন্য পুলিশ। তাই পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যোগাযোগটা বেশি দরকার। যোগাযোগ বেশি হলে পেশাগত দায়িত্ব পালন সহজ হয়। একটা মামলা হলে যত কিছুই বলি না কেন সেটা পুলিশকে তদন্ত করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা বলি সাংবাদিকরা এই নিউজ, ওই নিউজ না করলেও পারতেন। আমি মনে করি, সাংবাদিকদের কাজে বাধা দেওয়া উচিত না। কারণ তাদেরও ব্যতিক্রমী সংবাদ প্রকাশ করতে হয়।’ গতকাল দুপুরে পুলিশ সদর দফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির (ইসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইজিপি এসব কথা বলেন। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটি সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেয়। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, কাজের ধরন ও বাস্তবতার পরিপ্রেক্ষিত থেকেই পুলিশের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে হয় ক্রাইম রিপোর্টারদের। পুলিশও ক্রাইম রিপোর্টারদের বন্ধু মনে করে। বাংলাদেশে ক্রাইম রিপোর্টিংয়ের ক্ষেত্রে ক্র্যাব পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, মো. মাজহারুল ইসলাম, জামিল আহমদ, মো. আতিকুল ইসলাম ও আবু হাসান মুহাম্মদ তারিক; ডিআইজি খন্দকার লুৎফুল কবির; এআইজি মো. মনজুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান। এ ছাড়া ক্র্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশীদ, অর্থ সম্পাদক এমদাদুল হক খান, সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দফতর সম্পাদক কামাল হোসেন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফয়েজ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাফর আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন ইমু, কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, সদস্য আবদুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন ও এনামুল কবীর রুপম।

 

সর্বশেষ খবর