রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

জাতীয়করণে অর্থ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক

আগামী ৭-৮ জুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট। শিক্ষায় বৈষম্য নিরসনসহ জাতীয়করণের জন্য বাজেটে অর্থ বরাদ্দ না থাকায় এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। একই সঙ্গে বাজেটে জাতীয়করণের জন্য সংশোধনী প্রস্তাব না এলে অবিরাম কর্মবিরতির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে এ কর্মসূচি ঘোষণা করেন মহাজোটের সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, কোনো রকম ভর্তুকি ছাড়াই প্রতিষ্ঠানের আয় থেকেই জাতীয়করণ সম্ভব। আমাদের বিশ্বাস ছিল ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমপিওভুক্ত শিক্ষায় বৈষম্য নিরসনে প্রস্তাবনা থাকবে। কিন্তু এ বিষয়ে কোনো প্রস্তাবনা না থাকায় আমরা হতাশ হয়েছি। চলমান বাজেটে জাতীয়করণের জন্য সংশোধনী প্রস্তাব না এলে পরবর্তী সময়ে নেতাদের সঙ্গে আলোচনা করে অবিরাম কর্মবিরতির ঘোষণা করা হবে।

মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজীজী, ড. ইদ্রিস আলী, অধ্যক্ষ আফজল হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য দেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর