রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

সর্বজনীন পেনশন স্কিম সরকারের একটা ফাঁদ : এনডিপি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত ২০২৩-২৪ সালের বাজেটকে ‘আওয়ামী লীগ সরকারের নির্বাচনী বৈতরণী পার হওয়ার লক্ষ্যে একটি অস্বচ্ছ, দুর্নীতিপ্রবণ ও প্রতারণার এবং বাস্তবায়ন অনুপযোগী অযোগ্য বাজেট’ বলে উল্লেখ করেছে এনডিপি। দলটি বলছে, সর্বজনীন পেনশন স্কিম জনগণের পকেট থেকে টাকা নিয়ে নিঃস্ব করার জন্য সরকারের একটা ফাঁদ। গতকাল এনডিপি সভাপতি কে এম আবু তাহের ও মহাসচিব আবদুল্লাহ-আল-হারুন (সোহেল) এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন। নেতৃদ্বয় বলেন, গত বাজেটে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েও সরকার ঋণের ওপর নির্ভরশীল হয়ে জাতির সামনে একটি বাস্তবতা বিবর্জিত বাজেট পেশ করেছে। ঘোষিত বাজেট পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেটের চেয়ে ১০১,২৫৮ কোটি টাকা বেশি। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার উপস্থাপিত বাজেটে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা রাজস্ব খাত থেকে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। যা বাস্তবায়ন করা হবে অসম্ভব। আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকবে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর