সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে

রংপুর মহানগর আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মহানগরের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এ নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে বিভক্তি দেখা দিয়েছে। জানা গেছে, গত বছরের ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর কেন্দ্র থেকে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দায়িত্ব দেওয়া হয়। পরে আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে কমিটির পরিধি বড় করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের পর দলের ঐক্য ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন মহানগরের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম। সম্প্রতি বিভিন্ন কারণে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে। গত শনিবার নগরীর সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি আহ্বায়ক কমিটি করা হয় ১৩ নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে, কমিটি গঠনের বিষয়ে যুগ্ম আহ্বায়ককে জানানো হয়নি। এনিয়ে নেতা-কর্মীদের মাঝে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। সাধারণ নেতা-কর্মীদের অভিমত রংপুরে দলীয় ঐক্য ধরে রাখতে না পারলে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ফলাফল সিটি করপোরেশনের মতো বিপর্যয় হতে পারে।

 

 

সর্বশেষ খবর