বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ডিজিটাল প্রচারণায় মেয়র প্রার্থীরা

সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ডিজিটাল প্রচারণায় মেয়র প্রার্থীরা

আর মাত্র ১২ দিন। ২১ জুন ইভিএমে অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। ভোটের সময় যত ঘনিয়ে আসছে নগরে বাড়ছে নির্বাচনী উত্তাপ। সিসিকে মেয়র প্রার্থী সাতজন থাকলেও আলোচনায় রয়েছেন দলীয় তিন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। গত ২ জুন তারা প্রতীক বরাদ্দ পান। এরপর থেকেই পুরোদমে চলছে প্রচার-প্রচারণা। তবে প্রার্থীরা ‘ডিজিটাল’ প্রচারণাই চালাচ্ছেন বেশি। ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে চলছে মেয়র প্রার্থীদের মাইকিং। এতে রয়েছে প্রার্থীর বিভিন্ন গুণগান ও ছন্দে ছন্দে প্রতিশ্রুতিমূলক স্লোগান। সকাল থেকে রাত পর্যন্ত মহানগরের বিভিন্ন ওয়ার্ডে সিএনজিচালিত অটোরিকশয় ঘুরে ঘুরে চালানো হচ্ছে এমন ‘ডিজিটাল প্রচারণা’। মাইকিং ছাড়া শিডিউল অনুযায়ী মহানগরে বিভিন্ন ওয়ার্ড ও স্থানে সভা, উঠান বৈঠক ও গণসংযোগ করছেন প্রার্থীরা। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল বন্দরবাজার এলাকার করিমউল্লাহ মার্কেট, মেন্দিবাগ, কুশিঘাট ও কাজিরবাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘আমার রাজনীতি মানুষের কল্যাণে। ব্যক্তিগত অর্জন বা বিসর্জনের চেয়ে মানুষের সেবাটাই আমার কাছে মুখ্য। আর তাই আমি রাজনীতিতে এসেছি। আমি নির্বাচিত হলে আধ্যাত্মিক এ নগরীকে আধুনিক স্মার্ট এবং ব্যবসায়ী ও পর্যটনবান্ধব করে গড়ে তুলব।’ গণসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া গতকাল সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের খবর পেয়ে ওসমানী হাসপাতালে ছুটে যান আনোয়ারুজ্জামান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেন। এ ছাড়া আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল গতকাল দুপুর থেকে রাত পর্যন্ত মহানগরের রিকাবীবাজার-শেখঘাটে গণসংযোগ এবং কাজিটুলা ও শাহপরান এলাকায় মতবিনিময় করেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান শাহপরান, মেজরটিলা, দরগাহ গেট, ঝর্নারপাড়, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, কাজী ইলিয়াস পয়েন্ট, ফাজিলচিশত, মধুশহীদ, সুবিদবাজার এবং ওসমানী মেডিকেল এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর