বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ছয় দফার মাধ্যমে স্বাধীনতা বাস্তবায়িত হয়েছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

ছয় দফাকে বাদ দিয়ে স্বাধীনতা চিন্তা করা যায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফার মাধ্যমে পুরো জাতিকে একত্রিত ও উজ্জীবিত করেছিলেন। তাই ছয় দফা আমাদের স্বাধীনতার মূলমন্ত্র। ছয় দফার মাধ্যমে আমাদের অন্তর্নিহিত এক দফা দাবি ‘স্বাধীনতা’ বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল ‘স্বাধীনতার মূলমন্ত্র : ছয় দফা’ শীর্ষক গণবক্তৃতায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন (শিক্ষা) ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।

উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল। ছয় দফা জাতিকে সাহস জুগিয়েছে, মুক্তির স্বপ্ন দেখিয়েছে। এরপর ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন ও ’৭১-এ মহান মুক্তিযুদ্ধ সবকিছুই অন্তর্নিহিত ছিল ছয় দফায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর