শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

নারীদের নিয়ে সমাবেশ আনোয়ারের হকারদের সঙ্গে বাবুল

সিলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। আলোচনায় থাকা আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান সকাল থেকে রাত পর্যন্ত মতবিনিময়, পথসভা ও গণসংযোগ করে চলেছেন। ছুটে বেড়াচ্ছেন এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে। বসছেন বিভিন্ন সংগঠন ও ওয়ার্ডবাসীর সঙ্গে। বক্তৃতাকালে ঝরছে প্রতিশ্রুতির ফুলঝুরি। গতকাল মহানগরের একটি কমিউনিটি সেন্টারে তৃণমূল ও পেশাজীবী নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘নারীরা শুধু ঘরে বসে থাকবে না, তারা পুরুষের মতো সমানতালে পরিবার-সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে। সংবিধান প্রণয়নের সময় নারী-পুরুষ সমান অধিকারের কথা উল্লেখ করে দিয়েছেন বঙ্গবন্ধু। এমনকি সামাজিকভাবে পিছিয়ে থাকা নারীদের সমাজের মূল স্রোতে আনতে বর্তমান সরকার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে। আমি নির্বাচিত হলে সিলেট সিটি করপোরেশনে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করব।’

এরপর ৪২ ওয়ার্ডের উন্নয়নকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ারুজ্জামান। সন্ধ্যা ৭টায় কালীঘাট পয়েন্ট ও রাত ১০টায় বালুচর পয়েন্টে তাঁর সমর্থনে পথসভা হয়। এ ছাড়া রাত ৯টায় সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার মকন দোকান এলাকায় অনুষ্ঠিত হয় পথসভা। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা অংশ নেন।

লাঙল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল গতকাল মহানগরের মীরাবাজারে একটি হোটেলে সিলেট মহানগর সংবাদপত্র হকার সমবায় সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এ নগরের প্রতিটি মানুষ আমার আত্মার আত্মীয়। আমাকে নগরবাসীর খাদেম হিসেবে ২১ জুন নির্বাচিত করলে আপনারা আমাকে যখনই ডাকবেন তখনই কাছে পাবেন। এ ছাড়া আমি নির্বাচিত হলে সংবাদপত্র সরবরাহকরীদের দুঃখদুর্দশা লাঘবের চেষ্টা করব। আপনাদের সব দাবিদাওয়া পূরণ করব।’

পরে জিন্দাবাজার ও বন্দরবাজারের বিভিন্ন মার্কেট এবং মহানগরের সোনাতলা ও মইয়ারচরে গণসংযোগ করেন বাবুল। এ ছাড়া রাত ৯টায় টুকেরবাজার এলাকাবাসীর সঙ্গে তাঁর মতবিনিময় হয়। এসব কর্মসূচিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে এবারের সিলেট সিটি নির্বাচনে হাতপাখা মার্কার ‘জোয়ার উঠেছে’ বলে মনে করেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। তিনি বলেন, সিলেটের মানুষ এবার পরিবর্তন চায়। নতুন নেতৃত্ব চায়। সিলেট হচ্ছে পবিত্র নগরী। তাই আমরা যে ওয়ার্ডেই যাচ্ছি হাতপাখার গণজোয়ার দেখতে পাচ্ছি।’

মাহমুদুল গতকাল মহানগরের সুবহানীঘাট, ছড়ারপার, কালীঘাট ও মহাজনপট্টি এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর