শিরোনাম
শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

দেশি গ্রাহকদের জন্য কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি : এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

পণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান কমপ্লায়েন্স না মানলে বিদেশি ক্রেতারা সহজে সেই পণ্য কিনতে চায় না। বিদেশি ক্রেতাদের কথা মাথায় রেখে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যেভাবে কমপ্লায়েন্স মেনে চলছে, দেশি ক্রেতাদের জন্যও তেমনি ফায়ার সেফটির নানা কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল সংগঠনের কার্যালয়ে এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত ‘লিভারেজিং লেসন্স লার্নড টু মুভ ফরোয়ার্ড’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত কমপ্লায়েন্স ও নিরাপত্তার দিকে অনেক ভালো করছে। বিশ্বের সেরা ১০টি গ্রিন ফ্যাক্টরির আটটির অবস্থান এখন বাংলাদেশে। আমাদের আরএমজি সেক্টরের কমপ্লায়েন্সের জন্য বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান দারুণ প্রশংসা করে। যেসব পণ্য রপ্তানি হচ্ছে সেগুলোর কমপ্লায়েন্স নিশ্চিত করা যেমন জরুরি, একইভাবে দেশি ক্রেতাদের জন্য যেসব ব্যবসাপ্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে তাদেরও একই রকম কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি। এফবিসিসিআই সভাপতি বলেন, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় কর্মীদের প্রাণহানিসহ ব্যবসায়ীদের যে ব্যাপক ক্ষতি হয় তা কাটিয়ে উঠতে এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে এফবিসিসিআই সেফটি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে এ সেফটি কাউন্সিল ৫ হাজার ২০৬টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। তার মধ্যে ১০০টির বেশি প্রতিষ্ঠান পাওয়া গেছে যেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অগ্নিকান্ডের ঝুঁকি কমাতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিল্পমালিকদের কমপ্লায়েন্স মেনে চলার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর