রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে রবীন্দ্র নজরুল উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে রবীন্দ্র নজরুল উৎসব

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত রবীন্দ্র-নজরুল উৎসবে দুই কবির অসামান্য সৃষ্টির কথা সুরে সুরে তুলে ধরেছেন শিল্পীরা। গতকাল রবিঠাকুরের ১৬২তম ও নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপনে রবীন্দ্র-নজরুল উৎসব শিরোনামের এই উৎসবের আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এতে সভাপতিত্ব করেন। তিনি এ সময় বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি ও কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। আজ আমরা যখন রবীন্দ্রনাথের ১৬২তম ও নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করছি তখনো তাঁরা প্রাসঙ্গিক। শত বছর আগে তাঁরা যা লিখেছেন বর্তমান সময়েও সেই লেখাগুলো যেন অনেক নতুন। তাঁরা দুজন ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন ও বুদ্ধিদীপ্ত মানুষ। তাঁরা দুজন সাধারণের চেয়েও অসাধারণ ছিলেন। আমাদের প্রতিটি কর্মে ও প্রতিটি ক্ষেত্রে রবীন্দ্রনাথ ও নজরুল বিদ্যমান। আমাদের জীবনযাপন এবং জীবনধারায় রবীন্দ্রনাথ ও নজরুলের গান-কবিতা এখনো প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ও নজরুলের গান এবং কবিতা এখনো আমাদের হৃদয়ে দোলা দেয়, আমাদের শিহরিত করে। তাঁদের গান ও কবিতার আবেদন চিরন্তন। রবীন্দ্রনাথ ও নজরুলের অমর সৃষ্টি ছাড়া বাঙালির অস্তিত্ব কল্পনাও করা যায় না। আমাদের চেতনা ও অস্তিত্বে মিশে আছেন এই দুই কবি। সংস্কৃতির চর্চা মানুষের মনের বিকাশ ঘটায়। সংস্কৃতির চর্চাটা অব্যাহত থাকা অনেক বেশি জরুরি। সংস্কৃতির প্রতিটি শাখা ও প্রতিটি আয়োজন মানুষকে ঋদ্ধ করে বলে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জন্য বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে। এটিও তারই নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠানের অংশ। জাতীয় প্রেস ক্লাবের এমন সুন্দর আয়োজনে আগত সবার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক সীমান্ত খোকনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এরপর রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীরা। আসরের শুরুতেই তানজিনা করিম স্বরলিপি পরিবেশন করেন নজরুলের গান ‘সুরের বাণী মালা গেঁথে আমায় ছুঁয়ে দিলে’। এরপর তিনি একে একে পরিবেশন করেন দাঁড়ালে দুয়ার মোর, হারানো হিয়ার নিকুঞ্জ পথে, আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়। এরপর সুরের ঝাঁপি খুলে বসেন ইউসুফ আহমেদ খান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর