রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য : জাফর ইমাম

নিজস্ব প্রতিবেদক

ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য : জাফর ইমাম

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল জাফর ইমাম (অব.) বীরবিক্রম বলেছেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব সময় আমাদের রাষ্ট্রের বিরোধিতা করছে এবং ষড়যন্ত্র করে চলছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় প্রয়োজন মুক্তিযুদ্ধের সপক্ষের জাতীয় ঐক্য। কাজেই বীর মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তিকে মোকাবিলা করতে সক্ষম হবে। বীর মুক্তিযোদ্ধাদের সেবামূলক প্রতিষ্ঠান ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন আয়োজিত গতকাল সচিবালয় লিংক রোডে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিচে আয়োজিত আলোচনা ও পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধারা মিছিল নিয়ে আবদুল গনি রোড হয়ে জিপিওর মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে সচিবালয় লিংক রোডে আসেন। সেই উদ্দেশ্যে আটটি বিভাগীয় পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে প্রতিনিধি দলের নাম ঘোষণা করেন। জাফর ইমাম আরও বলেন, বর্তমান বিশ্বে ভূ-রাজনীতি, অর্থনীতিতে যে অস্থিরতা ও সংকট বিরাজমান তার প্রভাব বাংলাদেশেও রয়েছে। যে কারণে আজ পুরো বিশ্বে মুদ্রাস্ফীতি এবং সর্বপ্রকার মূল্যবৃদ্ধি। তিনি বলেন, এ পরিস্থিতিতে বাংলাদেশে আসন্ন নির্বাচন সামনে রেখে দেশি-বিদেশি ষড়যন্ত্র, নির্বাচন বানচাল করার পাশাপাশি বিভিন্ন শর্তে নির্বাচনে না আসার ঘোষণা উদ্দেশ্যপ্রণোদিত। এ ষড়যন্ত্রের উদ্দেশ্য চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করে কালক্ষেপণের মাধ্যমে নির্বাচনকালে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। এ ষড়যন্ত্র মোকাবিলার জন্য এই মুহূর্তে প্রয়োজন মুক্তিযুদ্ধের সপক্ষের বৃহত্তর ঐক্য সৃষ্টি করা। সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এস এম জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. আবদুস সালাম খান। সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন মজুমদার ও বর্তমান কার্যকরী মহাসচিব খ. ম. আমীর আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল ওহাব (অব.), বীরপ্রতীকসহ দেশের সব পর্যায়ের প্রায় ১ হাজার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর