রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্রি ধান-২৮ খাদ্য নিরাপত্তায় হুমকি ফসল রপ্তানিতে বাধা রোগবালাই

ফাইটোপ্যাথলজিকাল সোসাইটির সম্মেলন

শেকৃবি প্রতিনিধি

ফসলের রোগ পূর্বাভাস কার্যক্রমের জন্য দেশে এখনো কোনো সমৃদ্ধ ডাটা (উপাত্ত) সিস্টেম নেই যার সাহায্যে এ কার্যক্রম সফল হয়। উদ্ভিদ রোগতত্ত্ববিদদের এ জায়গাটিতে বিশেষ নজর দেওয়া দরকার। গেল বোরো মৌসুমে কৃষকদের প্রিয় ধান ব্রি-২৮ ব্লাস্ট সহনশীলতার শীর্ষে পৌঁছেছে, যা দেশের খাদ্য নিরাপত্তায় মারাত্মক হুমকি। গতকাল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ রাসেল টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ফাইটোপ্যাথলজিকাল সোসাইটির (বিপিএস) দশম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘বাংলাদেশে উদ্ভিদের রোগবালাই, বর্তমান পরিস্থিতি এবং আগামীর চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিপিএসের ভাইস প্রেসিডেন্ট শেকৃবি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সালাহউদ্দিন এম চৌধুরী। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে জনসংখ্যা ১০ বিলিয়নে দাঁড়াবে যার জন্য প্রয়োজন হবে বর্তমানের তুলনায় অতিরিক্ত ৬০ শতাংশ খাদ্যের। বিদেশে কৃষিপণ্য রপ্তানিতে অন্যতম বাধা রোগবালাই। তাই আগামীতে এসব রোগের মোকাবিলায় গবেষণা বাড়াতে হবে। পরিবেশবান্ধব কার্যকরী জৈব বালাইনাশক বের করতে হবে। কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় আরও দায়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে উদ্ভিদ রোগতত্ত্বে অবদান রাখায় তিন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন- প্রফেসর ড. গোলাম আলী ফকির, ড. হামিজউদ্দিন আহমেদ ও প্রফেসর ড. এম এ ওয়াদুদ মিয়া।

বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. অলোক কুমার পাল, প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল মান্নান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর