বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে ছন্নছাড়া যুবলীগ

সাড়া নেই শান্তি সমাবেশ নিয়ে, বিশৃঙ্খলা বেশ কয়েক জায়গায়

আজহার মাহমুদ, চট্টগ্রাম

দেশের ছয় বিভাগে যুবলীগের শান্তি সমাবেশ ডাকা হলেও চট্টগ্রাম যুবলীগের নেতা-কর্মীদের সাড়া পাওয়া যাচ্ছে না। আগামী নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় যুবলীগ এই কর্মসূচিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করলেও নানা কারণে চট্টগ্রামের তিনটি ইউনিটের নেতা-কর্মীদের মাঝে এই কর্মসূচি ঘিরে পর্যাপ্ত সাড়া মিলছে না। চট্টগ্রাম নগর যুবলীগের কমিটি না থাকা, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপজেলায় অনুপস্থিতির কারণে এই কর্মসূচিতে ছন্নছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। গত বৃহস্পতিবার (৮ জুন) যুবলীগের উপ-দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের ছয় বিভাগে টানা প্রায় দুই মাস ধরে শান্তি সমাবেশ করবে যুবলীগ। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলা ও থানায় ৮-৯ জুন প্রস্তুতি সভা করে ১০-১২ জুন শান্তি সমাবেশ আয়োজনের কথা ছিল।

যুবলীগের একটি সূত্রে জানা গেছে, কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তারা জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা থেকে শুরু করে সমাবেশ আয়োজন পর্যন্ত সার্বিক বিষয় তদারকি করে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঙ্গুনিয়া, সীতাকুন্ডসহ দক্ষিণের কয়েকটি উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নেতারা স্থানীয় যুবলীগের সঙ্গে সমন্বয় করে অতিথি হিসেবে প্রস্তুতি সভায় উপস্থিত হলেও বেশির ভাগ উপজেলার প্রস্তুতি সভায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হননি। কোনো কোনো উপজেলায় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হতে চাইলেও সাড়া দেয়নি স্থানীয় যুবলীগ। তবে যুবলীগের জেলা কমিটির নেতারা উদ্যোগী হয়ে পূর্ব নির্ধারিত তারিখের পর এই সমাবেশ আয়োজন করছেন। মিরসরাই উপজেলা যুবলীগের সহসভাপতি আশরাফুল কামাল মিঠু ও রাসেল ইকবাল চৌধুরী জানান, উপজেলা যুবলীগের উদ্যোগে বিভাগীয় কিংবা জেলা পর্যায়ে সমাবেশে অংশ নেওয়ার জন্য কোনো প্রস্তুতি সভা হয়নি। সমাবেশে যাওয়ার ব্যাপারেও সমন্বিত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি না সে বিষয়ে তারা কিছু জানেন না। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় যুবলীগ থেকে মিরসরাই উপজেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী বাংলাদেশ প্রতিদিনকে জানান, তিনি পারিবারিক সমস্যার কারণে মিরসরাই যেতে পারেননি। তবে উপজেলা পর্যায়ের কর্মসূচিতে নিষ্ক্রিয় ভাব থাকলেও উত্তর জেলা যুবলীগ শান্তি সমাবেশ আয়োজন করছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম জানান, কেন্দ্রের নির্দেশ মতো শান্তি সমাবেশ সফল করতে ৮-১২ জুন উত্তর জেলার উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ জুন) চট্টগ্রাম নগরের দোস্ত বিল্ডিং কার্যালয়ের সামনে জেলা পর্যায়ের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে চট্টগ্রামের সব উপজেলা, পৌরসভা থেকে নেতা-কর্মীরা যোগ দেবেন। কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন। একইভাবে শান্তি সমাবেশ আয়োজন করছে দক্ষিণ জেলা যুবলীগ। দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম জানান, ইতোমধ্যেই যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ পটিয়া সদরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণের নেতা-কর্মীরা এবং কেন্দ্রের নেতারা যোগ দেবেন। এদিকে দীর্ঘদিন ধরে নগর যুবলীগের কমিটি না থাকার কারণে চট্টগ্রাম নগরীতেও সমন্বিত শান্তি সমাবেশ আয়োজিত হচ্ছে না। তবে নগর যুবলীগের পদপ্রত্যাশী একাধিক নেতা নগরের বিভিন্ন স্পটে পৃথক পৃথক সমাবেশের আয়োজন করছেন। গত দুই দিন ধরে নগরের বেশ কয়েকটি স্পটে শান্তি সমাবেশের আয়োজন করা হচ্ছে। যেগুলোতে নগর নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর