শিরোনাম
বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টার দ্য সূর্যসেন। এই বীর সেনানীর প্রহসনের বিচার ও অন্যায় হত্যাকাণ্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নাটকের দল ঢাকা পদাতিক মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনার নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’।গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। মাসুম আজিজ রচিত ও নির্দেশিত এই নাটকটিতে উঠে এসেছে ইতিহাসের না বলা অনেক কথা। ইতিহাসনির্ভর এ নাটকে উঠে এসেছে ঐতিহাসিক ব্যক্তিত্বরা। কাহিনী ও চরিত্রের প্রয়োজনে নাটকে তুলে ধরা হয়েছে সূর্যসেন, প্রীতিলতা, কল্পনা দত্ত, অম্বিকারায়, নির্মলসেন, বৃটিশ উকিল, বাঙালি উকিলসহ প্রায় ৪০টি চরিত্র।বাঙালি উকিলের আদালতে প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের অন্তর ছুঁয়ে যায়। অভিনয়ের শৈল্পিকতায় শিল্পীরা মাস্টারদার সংগ্রামকে তুলে ধরেন নিখুঁতভাবে। সূর্য সেনের জীবন, সংগ্রাম ও বাঙালি জাতির জন্য নিজের জীবনকে ফাঁসিতে সঁপে দেওয়ার করুণ ইতিহাস দর্শকদের আপ্লুত করে। সেই সঙ্গে বৃটিশ শাসকের প্রতি ঘৃনা ও ধিক্কারের ছাপ ফুটে উঠে দর্শকদের অবয়বে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আবদুল্লাহ রানা, এইচ এম মোতালেব, হাসনা হেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর