বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

৩০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ জনের অভিযোগ

রংপুরে দুদকের গণশুনানি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ জনের অভিযোগ শুনানি করা হয়। গণশুনানিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ, সিটি করপোরেশন ও ভূমি অফিসের সেবা নিয়ে বেশি অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। গতকাল দিনব্যাপী রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফএম আঞ্জুমান কালাম, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী।

গণশুনানিতে বিআরটিএর ৬টি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ৪টি, জেলা রেজিস্ট্রার অফিসের ১টি, সিভিল সার্জন কার্যালয়ের ২টি, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ৪টি, সিটি করপোরেশনের ৮টি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ২টি, সদর উপজেলা ভূমি অফিসের ১০টি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২টি, পল্লী বিদ্যুৎ সমিতি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সদর উপজেলা মৎস্য অফিস, পাসপোর্ট অফিস, উপজেলা সমাজসেবা অফিস, গণপূর্ত অফিস, পরিবেশ অধিদফতর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়, বরেন্দ্র প্রকল্প-২, রংপুর সদর সাব- রেজিস্ট্রার সহ ৩০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭৭ জনের অভিযোগের শুনানি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর