বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

এক বছরে মাদক মামলায় লক্ষাধিক মানুষ কারাগারে

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ২০২২ সালে ১ লাখ ৩২১ মাদক মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ১ লাখ ২৪ হাজার ৭৭৫ জন অবৈধ মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত চার মাসে ৩৩ হাজার ১৮৬ মামলায় ৪১ হাজার ৯৮ জন অবৈধ মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। গতকাল জাতীয় সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তরুণ ও যুব সমাজকে ইয়াবা ও অন্যান্য মাদক থেকে রক্ষার লক্ষ্যে প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। তাঁর ঘোষণা বাস্তবায়নকল্পে মাদকদ্রব্য অধিদফতরসহ সব আইন প্রয়োগকারী সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ যুগোপযোগী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়। পরে ২০২০ সালে ওই আইনটি সংশোধন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) প্রণয়ন করা হয়। এ আইনে মাদক অপরাধের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। তা ছাড়া মাদক ব্যবসার মূলহোতা ও গডফাদারদের যথাযথ শাস্তির বিধান করে এ আইনে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের বিধানটি সংযুক্ত করা হয়। শুধু মাদক কারবারিই নয়, এ আইনে মাদক অপরাধের পৃষ্ঠপোষক, প্ররোচনা দানকারী ও সহযোগীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এ আইনের যথাযথ প্রয়োগে সব মহল সোচ্চার হলে সমাজে মাদক অপরাধ নির্মূল করা সম্ভব হবে। ভবিষ্যতেও বাস্তবতার নিরিখে আইনটি সংশোধন করার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর