বুধবার, ১৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ছেঁড়া টাকা নিয়ে সংঘর্ষে দোকানির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর এলাকায় ছেঁড়া টাকা না নেওয়ায় ক্রেতার কিল-ঘুসিতে মো. হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্ট ফুড দোকানির মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় মিরপুর-১০ নম্বরের সেকশন-৬ এর ৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। হাফিজুলের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুরে। এ ঘটনায় আসাদুজ্জামান চয়ন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গতকাল এসব তথ্য জানান। তিনি বলেন, খবর পেয়ে আমরা সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুলের লাশ উদ্ধার করি।  আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। স্বজনদের মাধ্যমে জানতে পারি, সোমবার সন্ধ্যার দিকে গ্রেফতার আসাদুজ্জামান চয়ন, তারেকসহ অজ্ঞাত তিন-চারজন হাফিজুলের ফাস্ট ফুডের দোকানে যায়। তারা চিকেন ফ্রাই নিয়ে একটি ছেঁড়া ১০০ টাকার নোট দেয়।

দোকানদার হাফিজুল ছেঁড়া টাকা না নিতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তারা হাফিজুলকে কিল-ঘুসি, চড়-থাপ্পড় দেয়। এতে হাফিজুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. সজীব মিয়া মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এতে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর