বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

জলাবদ্ধতা ১০ শতাংশে নিয়ে এসেছি : তাপস

নিজস্ব প্রতিবেদক

জলাবদ্ধতা ১০ শতাংশে নিয়ে এসেছি : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ২০২০ সালেও একটু বৃষ্টি হলে শহর প্লাবিত হয়ে যেত। মনে হতো যেন বন্যা হয়েছে। সেখান থেকে আমরা জলাবদ্ধতা ১০ শতাংশে নিয়ে এসেছি। এ ছাড়া রাজধানীর যে ১৩৬ এলাকায় জলাবদ্ধতা হয়, তা চিহ্নিত করে নিরসনে কাজ চলছে। কাজ শেষ হলে জলাবদ্ধতা মুক্ত হবে ঢাকা দক্ষিণ এলাকা। গতকাল রাজধানীর বংশালের ৩২ নম্বর ওয়ার্ডে সামসাবাদ খেলার মাঠ উদ্বোধন শেষে গণমাধ্যমের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার তাপস আরও বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খাল ও নর্দমা সিটি করপোরেশনে হস্তান্তরের পর গৃহীত নানা কার্যক্রমের ফলে জলমগ্নতা পরিস্থিতির উন্নতি হয়েছে।

সময়োপযোগী পদক্ষেপের কারণে ডিএসসিসির আওতাধীন এলাকার জলাবদ্ধতা ৭০ থেকে ১০ শতাংশে নেমে এসেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর