বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

হঠাৎ উত্তপ্ত চট্টগ্রামের রাজপথ

মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ

আজহার মাহমুদ, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ ও যুবলীগের শান্তি সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রামের রাজপথ। গতকাল নগরীতে একই সময়ে পৃথক দুটি ভেন্যুতে সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা বিরাজ করে। বিএনপির সহযোগী সংগঠনগুলোর সমাবেশ ঘিরে ছাত্রলীগ ও যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। জানা গেছে, আগামী নির্বাচনকেন্দ্রিক আন্দোলনে গতি আনতে দেশের ছয় বিভাগে তরুণদের নিয়ে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশের ছয় বিভাগে ‘তারুণ্যের সমাবেশ’ করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। গতকাল চট্টগ্রাম থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এই সমাবেশের অনুমতি না থাকায় সমাবেশ আয়োজন নিয়ে দ্বিধায় ছিলেন আয়োজকরা। সন্ধ্যায় আউটার স্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজও বন্ধ করে দেয় পুলিশ। যদিও পরে পুলিশের মৌখিক অনুমতি নিয়ে কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চে সমাবেশ আয়োজন করা হয়। সাম্প্রতিক অতীতে চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কর্মসূচিগুলোতে উপস্থিতির সংখ্যা একেবারে কম দেখা গেলেও তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নগর ও নগরের বাইরে থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। সমাবেশকে ঘিরে নগরীর বেশির ভাগ এলাকা যানজটে অচল হয়ে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে বিএনপি বা কোনো অঙ্গ সংগঠনকে এমন জনবহুল সমাবেশ আয়োজন করতে দেখা যায়নি। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার অভিযান এখান থেকেই শুরু হবে। আমাদের কর্মী-সমর্থকরা আগের চেয়ে অনেক উৎসাহী। আগামীতে এ ধরনের কর্মসূচি আরও কঠোরভাবে নেওয়া হবে।’ এদিকে এ সমাবেশের ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় যুবলীগ দেশের ছয় বিভাগে বিভাগীয় শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের ছয় বিভাগে টানা প্রায় দুই মাস শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত কয়েক দিন ধরে শান্তি সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করা হয়। এরপর গতকাল বিকাল ৩টায় নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিং কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ আয়োজন করে উত্তর জেলা যুবলীগ। আর পটিয়া উপজেলা সদরে শান্তি সমাবেশ করেছে দক্ষিণ জেলা যুবলীগ। এসব সমাবেশে যুবলীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সরকার ও দেশবিরোধী চক্রান্ত রুখে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

কাজীর দেউড়িতে বিএনপির তারুণ্যের সমাবেশস্থল থেকে নিউমার্কেট এলাকার দূরত্ব ১ কিলোমিটারেরও কম। ফলে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল দিনভর সতর্ক অবস্থায় ছিল পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরও নগরীর দু-এক এলাকায় ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া গেছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম কলেজ এলাকায় ছাত্রলীগ ও যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চকবাজার থানার ওসি মনজুর কাদের জানান, যুবদলের একটি পক্ষ সমাবেশে যাওয়ার সময় ছাত্রলীগের একটি পক্ষের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর