বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

সিলেটে ওসির ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে চাঁদা দাবি!

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। চক্রটির বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন শিপনের নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। ওসি মঈন উদ্দিন ফেসবুকে এ সংক্রান্ত একটি সতর্কতামূলক পোস্টও দিয়েছেন। জানা গেছে, একটি প্রতারক চক্র নির্বাচনী প্রচারণা শুরু থেকেই বিভিন্ন প্রার্থীকে ফোন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও টাকা দাবি করে আসছিল। এসব ঘটনায় ইতোমধ্যেই কয়েকজন কাউন্সিলর প্রার্থী থানায় জিডিও করেছেন। গত কয়েকদিন ধরে এয়ারপোর্ট থানার ওসি মো. মঈন উদ্দিন শিপনের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে ফোন দিয়ে টাকা দাবি করছিল ওই চক্রের সদস্যরা। বিষয়টি জানতে পেরে ওসি শিপন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল একটি সতর্কতামূলক পোস্ট দেন।

ওসি মো. মঈন উদ্দিন শিপন বলেন, একটি চক্র সফটওয়্যারের মাধ্যমে নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাইছে। গত মঙ্গলবার এক প্রার্থী আমাকে ফোন দিয়ে জানান, আমার নম্বর থেকে কল করে টাকা চাওয়া হয়েছে। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট আমাকে ফোন দিয়ে জানান, আমার সরকারি নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর