বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

তক্ষকসহ রিসোর্ট কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় বিলুপ্ত বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সদরের সাবগ্রাম ছাতিয়ানতলায় অবস্থিত গ্রিন রিসোর্ট থেকে এই তক্ষক উদ্ধার করা হয়। এ সময় রিসোর্টের এক কর্মী আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার মেহেদী হাসান মন্ডল (৪২) জেলার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন আসে প্রতারণার লক্ষ্যে বিলুপ্ত বিরল প্রজাতির তক্ষক সদরের সাবগ্রাম এলাকায় গ্রিন রিসোর্টে রাখা আছে। এমন সংবাদেরভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাসানসহ একটি তক্ষক উদ্ধার করে। পরে হাসান পুলিশকে জানান, তক্ষকটির আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা। বিলুপ্ত বিরল প্রজাতির এই তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তর করা হয়েছে।

আর মেহেদী হাসানকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর