বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে জাবিতে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মরত বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থিদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু বিএনপির নয়, এটি এখন দেশের আমজনতার দাবি। তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করেছে। এটার মাধ্যমে তারা সুষ্ঠু নির্বাচন করে জনগণের আস্থা অর্জন করতে পারত, কিন্তু তারা তা করেনি। আমরা আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার জোর দাবি জানাই।

এ সময়, আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক রাশেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক বোরহানউদ্দিনসহ কর্মকর্তা-কর্মচারীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর