শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

২০ জুনের মধ্যে আবারও উৎপাদনে যাবে বিদ্যুৎ কেন্দ্রটি

বাঁশখালী কয়লাবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

২০ জুনের মধ্যে আবারও বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় স্থাপিত এসএস বিদ্যুৎ কেন্দ্র। ঈদুল আজহার পর এ বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএস পাওয়ার কর্তৃপক্ষ এমনটি জানায়। এর আগে মে’র শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে এ বিদ্যুৎ কেন্দ্র। এরপর এটি ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে যায়। বর্তমানে দেশে চলমান লোডশেডিংয়ের কারণে সরকার বিদ্যুৎ কেন্দ্রটি থেকে পাওয়া বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে কাজে লাগালেও কয়লার অভাবে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শেষে ৮ জুন থেকে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখে। এরই মধ্যে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম যথাসময়ে শুরুর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এ কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ১ হাজার ২২৪ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সরবরাহ করার কথা। পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রটির দুটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লার সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর প্রথম চালান ১৮ জুনের মধ্যে চলে আসার কথা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর