শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

প্রতারণার দায়ে বাদীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

২৪ লাখ টাকা পাবেন বলে সাবেক স্ত্রীর নামে প্রতারণা করে চেক ডিজঅনার মামলা করায় বাদী স্বামীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে মামলার আসামি সাদিয়া আফরিনের পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহজাদা ও মো. লুৎফর রহমান। পরে আইনজীবী মো. শাহজাদা জানান, রায়ে আসামি সাদিয়া আফরিনকে খালাস দিয়েছেন। পাশাপাশি আপিল করতে আইন অনুযায়ী জমা দেওয়া ১২ লাখ টাকা ১০ দিনের মধ্যে ফেরত দিতে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। এ ছাড়া প্রতারণা করায় বাদী রফিকুলকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। এ টাকা তিন মাসের মধ্যে সাদিয়াকে পরিশোধ করতে হবে। ঘটনার বিবরণে জানা গেছে, পটুয়াখালীর বাউফলের অলোকি চান্দকাঠি এলাকার মো. রফিকুল ইসলাম ২০১৭ সালের ৫ মার্চ পিরোজপুরের মঠবাড়িয়ার সবুজনগর এলাকার সাদিয়া আফরিনকে বিয়ে করেন। বিয়ের ১১ দিনের মাথায় সাদিয়া তার স্বামীকে ডিভোর্স দেন।

মামলার আর্জিতে দেখা যায়, এরপর রফিকুল ইসলাম তার সাবেক স্ত্রী সাদিয়ার বাবার কাছে টাকা পাবেন বলে সাদিয়া তাকে ২৪ লাখ টাকার চেক দেন। ২০১৮ সালের ৮ এপ্রিল ব্যাংকে জমা দিলে এ চেক প্রত্যাখ্যাত হয়। এরপর একই বছরের ১৭ এপ্রিল রফিকুল তার সাবেক স্ত্রীকে আইনি নোটিস দেন। তারপর একই বছরের ২৪ মে মামলা করেন তিনি। বিচার শেষে ২০১৯ সালের ১৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত রায়ে সাদিয়া আফরিনকে ছয় মাসের কারাদণ্ড ও ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে নিয়ম অনুসারে ১২ লাখ টাকা জমা দিয়ে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাই কোর্টে আপিল করেন সাদিয়া। এ আপিলের শুনানি শেষে গতকাল স্বামীকে জরিমানা করে রায় দেন হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর