শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ঝড়ে ডুবে গেল লঞ্চ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব ভংগায় লতা নদীতে ঝড়ের কবলে পড়ে স্থানীয় রুটের একটি লঞ্চ কাত হয়ে ডুবে গেছে। তবে এর আগে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ওসি জুবাইর আহমেদ জানান, সকালে এমভি ইনজাম নামে একটি লঞ্চ হিজলার টেক থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে কাজীরহাটের লতা ঘাট হয়ে বরিশালে যাচ্ছিল। লঞ্চটি লতা নদীর পূর্ব ভংগা এলাকা অতিক্রমকালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে। অবস্থা বেগতিক দেখে লঞ্চটির সুকানি লঞ্চটি একটি চরে ঠেকিয়ে দেন। তখন যাত্রীরাও নেমে যান। ঝড়ের বেগ বেড়ে গেলে একপর্যায়ে লঞ্চটি কাত হয়ে পড়ে যায়। এতে লঞ্চটির একাংশ ডুবে যায়।

বরিশাল বিআইডব্লিউটিএর উপপরিচালক (বন্দর ও পরিবহন) আবদুর রাজ্জাক বলেন, ঝড়ে লঞ্চটির পিছনের অংশ ডুবে যায়। তবে তার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যান। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর