শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

উদীচীর বর্ষা বরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

উদীচীর বর্ষা বরণ

গতকাল ছিল আষাঢ়ের প্রথম দিন। নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে বর্ষা বরণ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

প্রকৃতি রক্ষার ব্রত নিয়ে বর্ষা ঋতুকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও বর্ষা উৎসবের আয়োজন করছে উদীচী। প্রতীকীভাবে ধরিত্রীকে সবুজ করার লক্ষ্যে শিশু-কিশোরদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বর্ষাকে স্বাগত জানাতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বাংলা একাডেমির নজরুল মঞ্চে সকালে বর্ষাকথন, আবৃত্তি, গান ও নৃত্যের মধ্য দিয়ে উদযাপন করে এ উৎসব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দাশ, যিনি সারা দেশে স্বেচ্ছায় ও নিজ উদ্যোগে ৫৫ হাজার তালগাছ লাগিয়েছেন। বর্ষা উৎসবে দলীয় নৃত্য, দলীয় ও একক সংগীত, আবৃত্তি ও নাটকসহ ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগরের বিভিন্ন শাখার শিল্পীদের পরিবেশনা। অতিথি ছিলেন পরিবেশবিদ ও আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসানসহ উদীচীর কর্মীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর