শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ওলামা লীগের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন আওয়ামী ওলামা লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। মাওলানা কে এম আবদুল মমিন সিরাজীকে সভাপতি এবং আল্লামা আলহাজ মো আমিনুল হক (তাবলিগ জামাত) কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

২০২৬ সালে শেষ হবে এই কমিটির মেয়াদ। কমিটির সহসভাপতিরা হলেন- হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা নূর মো. আহাদ আলী সরকার, মুফতি নাসুম বিল্লাহ নাফিয়ী, আলহাজ হাফেজ মাওলানা আবদুস সাত্তার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শেখ মো. কামাল উদ্দিন কাসেমী, হাফেজ মাওলানা সুলাইমান, হাফেজ ক্বারী মাওলানা আবদুল খালেক ছানুবী, হাফেজ মাওলানা ইদ্রিছ আল কাদেরী, আলহাজ মাওলানা মো. আবু ইউসুফ আল হেলালী, হাফেজ আবদুল বারিক তালুকদার, মাওলানা মো. মনোয়ার হোসেন আনোয়ার।

যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা মো. কাজী অলি উল্লাহ ভূইয়া। সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আবদুল্লাহ আল ইসরাফিল, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা মো. সোলাইমান নোমানী, খন্দকার মো. সাজ্জাদুন নূর। দফতর সম্পাদক শায়েখ মুফতি আলমগীর হোসেন। শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মো. আলতাফ হোসেন। সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী রবিউল ইসলাম। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুফতি মাওলানা মো. হাসানুজ্জামান চিশতী। ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী হাফেজ মো. বিল্লাল পাটোয়ারী। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা আল্লামা মুফতি মিজানুর রহমান মিজানী। সহসম্পাদক অধ্যাপক মাওলানা খ ম শাহাদাৎ হোসাইন মিজান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর