শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

ঢাকা ও নারায়ণগঞ্জে ২১ লক্ষাধিক টাকা জরিমানা

ভেজালবিরোধী অভিযান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও নারায়ণগঞ্জে ভেজালবিরোধী পৃথক অভিযানে ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব-৩, র‌্যাব-১০ ও  বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়। সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার শ্যামপুর, কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল ও ভেজাল নুডলস উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-১০ ও বিএসটিআইর সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, মেসার্স বি কে ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা; মোতালেবস ইলেকট্রিক ওয়্যার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা; ইয়ামিন ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা; এসআরআর ক্যাবলসকে ২ লাখ টাকা; জুয়েল ফ্লেক্সিবল ক্যাবল ইন্ডাস্ট্রিকে ২ লাখ টাকা এবং জেটিএস ক্যাবল ইন্ডাস্ট্রিজকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ১ লাখ টাকা মূল্যের যন্ত্রাংশ জব্দ এবং ৫০ হাজার টাকা মূল্যের নকল কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়। বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক ফ্যান, বৈদ্যুতিক তার, মশার কয়েল ও ভেজাল নুডলস উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল। এ ছাড়া গতকাল সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার ওয়ারীতে র‌্যাব-৩ এবং বিএসটিআই যৌথভাবে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ভেজাল ইঞ্জিন অয়েল এবং গ্রিজ গুদামজাত ও বিক্রির অপরাধে তিনটি প্রতিষ্ঠানের ১০ জনকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, ওয়ারী এলাকার ‘এস কে ট্রেডার্স’ প্রতিষ্ঠানে বিএসটিআইর অনুমোদনহীন ইঞ্জিন অয়েল ও গ্রিজ গুদামজাত এবং বিক্রি করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মো. মাইন উদ্দিন, মো. নাসির উদ্দিন, মো. রিপন হোসেন, মো. ফারুক হোসেন, কাজী জাহিদুল ইসলাম ও মো. সম্রাট হোসেনকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে ‘মৌসুমী ট্রেডার্স’ প্রতিষ্ঠানের দেবজিৎ রায় ও অভিজিৎ রায়কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অপরাধে ‘এস কে ট্রেডিং করপোরেশন’ প্রতিষ্ঠানের মো. মাহাবুবুর রহমান ও মো. হুমায়ুন কবিরকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর