শনিবার, ১৭ জুন, ২০২৩ ০০:০০ টা

শাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৩০

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৩০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি আছেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গতকাল বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত দুজন প্রবেশ করতে চায়। বহিরাগতদের আচরণ সন্দেহজনক মনে হলে নিরাপত্তারক্ষীরা প্রথমে তাকে ক্যাম্পাসের ভিতর প্রবেশে বাধা দিলেও পরে ঢুকতে দেয়। কিছুক্ষণ ঘুরে এসে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বহিরাগতরা আবার প্রধান ফটকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগবিতন্ডায় জড়ান। এ সময় উপস্থিত কিছু শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগ কর্মীদের সঙ্গেও তর্কে জড়ান তারা। এ সময় বহিরাগত দুজন ছাত্রলীগ কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার আধ ঘণ্টার মাঝে প্রায় শ খানেক বহিরাগত ও এলাকাবাসী মেইন ফটকে জড়ো হয়। অপরদিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরও শতাধিক ছেলে একই জায়গায় এসে উপস্থিত হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন দোকানপাট ভাঙচুর করে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, সহকারী প্রক্টর, শিক্ষার্থী, এলাকাবাসীসহ ৩০ জন আহত হন।

প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। আমাদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের  ভিতরে রয়েছে। আমরা পরবর্তীতে দুই পক্ষকে নিয়ে বসে আলোচনা করে এর সমাধান করব।’

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এই বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে একপর্যায়ে বাগবিতন্ডায় জড়ান শিক্ষার্থীরা। এর একপর্যায়ে তারা ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ান। এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর